
আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
১লা সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, জিয়া পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম মাস্টার, ছাত্রনেতা আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, প্রভাষক মো. আহসান হাবিব সাংবাদিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও কণ্ঠশিল্পী এম আই মিঠুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এছাড়াও যুবদল নেতা মো. আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হাসান মামুন, রাজ খান, সাব্বির হোসেন, কারিমুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান মন্ডল, থানা কৃষকদলের আহ্বায়ক মো. রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমানুর রহমান, সম্পাদক সাকিব হোসেন, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন ও সম্পাদিকা মোছাঃ গুলশান আরা গ্যালিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে মটরসাইকেল শোভাযাত্রা বের করা হয় এবং নেতাকর্মীরা জয়পুরহাট জেলা বিএনপির কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দেন।










