পিরোজপুর (প্রতিনিধি)
জাতীয় পার্টি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের নির্মাণ নির্যাতনের শিকার জুলাইয়ের অগ্রসেনানী ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু'র উপর হামলার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
৩১ আগষ্ট রবিবার রাত ৮:১০ ঘটিকার সময় উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়ে বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
এ সময়ে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের কার্যকারী সদস্য মোঃ কাউসার খান, এছাড়াও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু'র উপর সম্পূর্ণ অন্যায় ভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা সম্পূর্ণ অন্যায় ভাবে নুরুল হক নুরু এর উপরে হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে