
মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রওশন সুলতানা মুন্নি , সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন কৃষকদেরকে পরামর্শ দিতে প্রতিটা কৃষকদের কাছে গিয়ে পরামর্শ দিচ্ছেন, কিভাবে ধান চাষ করলে কৃষক লাভবান হবে, এ সময় ধান চাষী কৃষক সুমনের গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়া হলো ,এবং কৃষকদেরকে উপজেলা থেকে আদা চাষ করার জন্য যে সকল জিনিসপত্র প্রদান করেছিলেন তাহা সওজমিনে গিয়ে সেগুলো তিনি পরিদর্শন করেন এবং কৃষকদেরকে আদার বিষয়ও পরামর্শ দিয়েছেন, এ সময় আদা চাষীদের কৃষকদের সাথে কথা বলে জানতে পারা যায় যে আদা চাষ করেও অনেক লাভবান হওয়া যায়, এ বিষয়ে একজন কৃষক মোঃ কুবাদ শেখার কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে জানিয়েছেন তাকে পাঁচশো বস্তায় আদার চাষ করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেয়া হয়েছে, তাকে আদা দেয়া হয়েছে সেখান থেকে নিজের প্রয়োজন মিটিয়ে তিনি বাজারজাত করতে পারবেন, আর একজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায় সে জন্য আদা চাষ করে স্বাবলম্বী হয়েছেন, এ বিষয়ে কৃষি কর্মকর্তা জানান আমরা বিনামূল্যে আদা সার কীটনাশকসহ সবকিছু কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদান করেছি, এ সময় কৃষি কর্মকর্তা একটি ধান ক্ষেত পরিদর্শন করেন, এই কৃষককে উপজেলার পক্ষ থেকে ধানের বীজ দেয়া হয়েছে তার সঙ্গে কথা বললে তিনি জানান আমরা ধান চাষ করে
অনেকটাই স্বাবলম্বী এবং আমাদের ইউনিয়নে যিনি কৃষি কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে হাতে-কলমে এমনকি মাঠে এসেও প্রশিক্ষণ দিচ্ছেন, এ বিষয়ে কিছুই কর্মকর্তা রওশন সুলতানা মুন্নি বলেন আমাদের দেশে ৮০ থেকে ৯০ ভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত আমরা প্রতিটা ইউনিয়নে যারা মাঠ পর্যায়ে কাজ করিতেছি আশা করি কোথাও এক ইঞ্চি জায়গা খালি থাকবে না এবং কৃষকদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা করার প্রয়োজন ইনশাআল্লাহ আমরা উপজেলা থেকে সহযোগিতা করিতেছি এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে,










