
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কন্ঠের সাংবাদিক শামস শামীম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জসিম।
(রবিবার) ৩১ আগস্ট সকাল ১০ টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। এসময় ২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন কালের কন্ঠ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
এর আগে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়া।
এদিকে ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত ভোটাররা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে আমরা নিজেদের পছন্দের নেতৃত্ব প্রার্থী বেচে নিতে পেরে এতে আমরা আনন্দিত।
সভাপতি নির্বাচিত হওয়ার পর শামস শামীম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,এ বিজয় শুধু আমার নয় সুনামগঞ্জের সকল সাংবাদিকের জয়। আমি চেষ্টা করব রিপোর্টার্স ইউনিটির মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে। রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বের প্রতি সহকর্মীদের প্রত্যাশা,নবাগত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আশ্বাস দেন।










