মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে জয়পুরহাট-০১ (সদর–পাঁচবিবি) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেস্টুন লাগানোর কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাতে শহরের খনজনপুর এলাকা থেকে এ কার্যক্রমের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন,এফডিইবি’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও উদ্যোক্তা ইঞ্জিঃ আব্দুল বাতেন,শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওঃ সাইদুর রহমান,শহর নায়েবে আমীর মাওঃ আব্দুর রহিম,শহর সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর রহমান,সহকারী সেক্রেটারি ইঞ্জিঃ গোলাম মতুজা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
নেতৃবৃন্দ জানান, ফেস্টুন লাগানোর মাধ্যমে মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা আরও বেগবান হবে এবং সাধারণ ভোটারদের কাছে প্রার্থীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে