
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া, কোনো ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহার করতে পারবে না—এ দাবি তুলেছেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থান সুরক্ষার বিষয়টি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র করা হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
অবরোধের কারণে ময়মনসিংহ রেলস্টেশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকামুখী ও ময়মনসিংহগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন










