রাসেদ বিল্লাহ চিশতীঃ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বিএমএ অডিটোরিয়ামে নবী দিবস উদযাপিত হয়েছে। গত (২৮ আগষ্ট ২০২৫ ইং শুক্রবার) ঢাকা বিএমএ অডিটোরিয়ামে বিটিপির কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুব পরিষদের আহবায়ক মোঃ সরওয়ার আলম মিডুর পরিচালনায় এবং বিটিপির প্রেসিডিয়াম ও চট্রগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশীন ছুফী ছৈয়দ জাফর সাদিক শাহ
'র সভাপতিত্বে
নবী দিবস কনফারেন্সে আলোচনায় অংশ গ্রহণ করেন ডঃ কাউসার মোস্তফা আবুল উলায়ী, বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ, ঢাবি। বিটিপি প্রেসিডিয়াম, শাহ সুফী আলী রেজা পাহলবী হায়দার রয়েল হায়দারী সাজ্জাদানশীন হায়দারী দরবার শরিফ, টংগী গাজিপুর। বিটিপি উপদেষ্টা, খাজা মঈনুদ্দিন চিস্তি লালপুরী, বিটিপি উপদেষ্টা, নাসিম ভুইয়া, প্রেসিডিয়াম, মোখতার রেজা মাসুমী সাজ্জাদানশীন, মাসুমিয়া দরবার শরিফ।
* বিটিপি ভাইস প্রেসিডেন্ট, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ চিস্তি নিজামী।
* ভাইস প্রেসিডেন্ট, সাজ্জাদ হোসেন রনি চিস্তি, চিস্তিয়া সাবেরিয়া দরবার শরিফ, ফরিদপুর,
বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) মহা সচিব মোঃ শামসুল আলম চিস্তি,
* বিটিপি যুগ্ম মহাসচিব, আমিনুল এহসান ফেরদৌস,
* বিটিপি অর্থ সম্পাদক, শাহাজাদা কাজী হাবিবুন্নবী।
* কেন্দ্রীয় নেতা, শাহ সুফী আমিনুর রহমান বাদশা,
* কেন্দ্রীয় নেতা, শাহ সুফী দলিলুর রহমান রাজাপুরী,
* কেন্দ্রীয় নেতা, ইসমাঈল হোসেন ইমরান।
* কেন্দ্রীয় নেতা, আব্দুস সাত্তার মাইজভাণ্ডারী।
* কেন্দ্রীয় প্রচার সম্পাদক, আলি আকবর চিস্তি,
* মানব সম্পদ উন্নয়ন সম্পাদক,ইন্জিঃরোকনুজ্জামান।
* রুপগন্জ থানা সভাপতি, আফসার উদ্দিন ভুইয়া,
* আলম চাঁন চিস্তি,
* কুতুবউদ্দিন মাজী সহ বিটিপির থানা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
** বিশেষ মেহমান ছিলেন, গ্লোবাল সুফী অর্গানাইজেসনের মুখপাত্র, আফতাব জিলানী।
** স্বাধীন সতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ার ম্যান নুরে আলম সাঈদ সহ অসংখ্য পীর মাশায়েখ ও দরবার মাজারের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
উপস্থাপনায় ছিলেনঃ সাইফুল আলম নাইডু, সভাপতি চট্রগ্রাম জেলা বিটিপি যুব পরিষদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সুফী মনি, রবিউল ইসলাম চিস্তি, শরাফত হোসেন, মনির হোসেন হাওলাদার, খোকন, মোবারক হোসেন আবুল উলায়ী, রিয়াদ হায়দারী,জয়নুদ্দিন সহ বিটিপি যুব পরিষদ নেতৃবৃন্দ