
জামাল উদ্দীন,
কক্সবাজার মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একাধিক হত্যা ও অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি আনসার উল্লাহ (২৩) এবং তার সহযোগী দেলোয়ার হোসেন (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ আগস্ট কক্সবাজার সদর থানাধীন গুমগাছতলা এলাকা থেকে থানার একটি চৌকস টিম তাদের আটক করে।
পুলিশ সূত্র জানায়, আনসার উল্লাহ কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে। তিনি বিভিন্ন হত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার কথাও স্বীকার করেছেন। অপর গ্রেপ্তার দেলোয়ার কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার আবুল হোসেনের ছেলে।
গ্রেপ্তারের পর তাদের নিয়ে অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের পূর্ব আধারঘোনা এলাকায় আনসারের ভাড়া বাসায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে বক্সখাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরি সচল একনলা বন্দুক, ১টি এলজি এবং ২টি কাতুর্জ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কুখ্যাত সন্ত্রাসী আনসার উল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে










