মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে গনঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০আগস্ট) বিকালে গন অধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় বক্তারা বলেন,গতকাল শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের প্রেসব্রিফিং অনুষ্ঠানে আওয়ামী লীগ,জাতীয় পার্টি,পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।বক্তারা আরো বলেন,জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামীলীগ পুনর্বাসন করা কোনভাবেই মেনে নেওয়া হবে না