আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চুয়াডাঙ্গা-০১ আসনের নির্বাচনী প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাজী মোড়ের লায়লা কনভেনশন হলে ৩০ আগস্ট শনিবার বিকেলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মুক্তির মুলমন্ত্র, "ইসলামী শাসনতন্ত্র" এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথীর বক্তব্য প্রদান করেন। এই প্রস্তুতি সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজিব। তিনি তার বক্তব্যে পিআর পদ্ধতি নিয়ে কর্মি ও সমর্থকদের মাঝে বিশ্লেষণাত্বক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে জাতীয় সংসদে ছোট বড় সকল দলের প্রতিনিধি প্রয়োজন যা একমাত্র পিআর পদ্ধতিতেই সম্ভব। এছাড়াও এই প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা- ০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী , সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা মাওলানা জহুরুল ইসলাম আজিজি। প্রধান বক্তা তার বক্তব্যে পিার পদ্ধতিকে সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্ঠাকে হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়ন চাইলে বিশ্বের উন্নত ৯১ টা দেশের মত বাংলাদেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। তিনি আরো দাবি করেন হাতে গোনা দুই একটি দল ছাড়া প্রত্যেকেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণের দাবি পুরণে ও দেশের স্বার্থে এই পদ্ধতিতে নির্বাচন করতে অনুরোধ করেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ত করেন, চুয়াডাঙ্গা-০১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন সোহেল। এছাড়ও উক্ত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার ও আলমডাঙ্গা উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলমডাঙ্গা উপজেলার প্রায় ৩ শতাধিক কর্মিরা উপস্থিত ছিলেন।