এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রবাসী এক যুবকের লাশ এখন গ্রামে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের খলিশাকুন্ডু গ্রামে। একটু সুখের আশায় মানোয়ার হোসেনের পুত্র রুবেল গত রমজানের শুরুর দিকে সৌদি আরব প্রবাসী হন। দুই সন্তানের জননীর এই অকাল মৃত্যুর কারনে হতাশায় পুরা পরিবার।
ঝিনাইদহের শৈলকূপা'র প্রবাসী গোলাম মৌওলা ভাই আমাদের কাছে প্রথমে ফোনে জানান আমার দুলাভাই (রুবেল) অসুস্থ, তারপরের দিন ১৭ আগষ্ট ২০২৫ ইং তারিখ রবিবার সকাল ১০ ঘটিকায় মৃত্যুর সংবাদ দেন বলে জানান রুবেলের কুটুম (ওয়াইফের ভাই) আরাফাত হোসেন। তিনি আরো জানান আমাদের পরিবারে সমস্থ খরচ বহন করে এনজিও থেকে ঋন করে দুলাভাইকে বিদেশ পাঠিয়েছিলাম।
পরিবার সূত্রে জানা যায়, রুবেল একটি বিল্ডিংয়ের কাজে নিয়োজিত ছিলো। কাজ করার সময়ে ক্রেনের ধাক্কায় ওয়াল চাপা পড়ে তার অকাল মৃত্যু হয়। বিদেশের মাটিতে রুবেলের মৃত্যুর পর বাংলাদেশ ৩০ আগষ্ট শনিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রেখে গেছেন। এঘটনায় এলাকাবাসী বলছে, রুবেল খুব পরিশ্রমী ছেলে ছিলো। ঐ পরিবারের উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। এদিকে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, এটি একটি হ্রদয়বিদারক ঘটনা। তবে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আমার সার্বিক সহোযোগিতায় থাকবে বলেও জানান ঐ জনপ্রতিনিধি।