বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তিনি দাবি করেন, অতীতে জামায়াতের নেতৃবৃন্দ সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। এর উদাহরণ হিসেবে তিনি দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামীসহ একাধিক নেতার নাম উল্লেখ করেন।
শুক্রবার বিকেলে আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট রাসেল আরও বলেন, “ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা প্রায় ১৫ বছর আমাদের স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়নি। কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা নতুন করে বাংলাদেশ গড়তে চাই। দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ রক্ষা করতে আমরা জনগণকে নিয়ে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।”
তিনি ইউনিয়ন দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, “এই কার্যালয় কেবল জামায়াতে ইসলামীর নয়, বরং কুমারী ইউনিয়নের সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে।” কুমারী ইউনিয়নের আমীর আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মুহাম্মদ হুসাইন টিপু, আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, থানা সেক্রেটারি মামুন রেজা, যুব সেক্রেটারি তরিকুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন, ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ ফরজ আলী, অর্থ সম্পাদক সাইদুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও সাধারণ মানুষ।