
ময়মনসিংহ সদর উপজেলার চুড়খাই বড়বিলার পাড়ে মৃত এডভোকেট মোহাম্মদ আলীর সম্পত্তি বেদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ভাই মজিবুর রহমান ও বোন সাহারা বানু। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকালে ময়মনসিংহে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মজিবুর রহমান অভিযোগ করেন, তার ভাই ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর মুসলিম পারিবারিক আইনে তিনি, তার বোন, প্রথম স্ত্রী ও বড় মেয়ে উত্তরাধিকারী হলেও, দ্বিতীয় স্ত্রীর আত্মীয়স্বজনের প্রভাবশালী একটি চক্র তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করছে।
তিনি জানান, খন্দকার মাহবুব ও আবু কায়সার টিটু দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি পুলিশি হয়রানির শিকার হয়ে জোরপূর্বক সম্পত্তি লিখে দেওয়ার চাপও সহ্য করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে সাহারা বানু অভিযোগ করেন, ভুয়া ওয়ারিশান সনদ তৈরি করে কয়েক কোটি টাকার সম্পত্তি টিটুর আত্মীয়দের নামে নামজারি করা হয়েছে। তাদের বসতবাড়িও জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার দাবি জানান।