
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়ায় শিপন মাতুব্বরের ঘর থেকে শাজাহান মাতুব্বর (৪৫) নামে এক কলেজের অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে সালথা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠায়।
নিহত শাজাহান মাতুব্বর ইউসুফদিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি সালথার নবকাম পল্লী কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ঘরের বিছানার ওপর শাজাহানের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করলেও ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।