মোঃ আসিফুজ্জামান আসিফ ' নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রহমান কবিরের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবিরকে হত্যা করা হয়।