মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ কুষ্টিয়ার ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) তৈফিকুর রহমান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে তিনি শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রয় দীপন, খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, খোকসা উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম মাস্টারের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক চর্চায় মনোযোগী হতে পরামর্শ দেন।
দিনের শুরুতে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নিয়ে অতিথিরা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও আধুনিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের পরিবেশ আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জেলা প্রশাসক ও ইউএনও’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ খেলাধুলার সামগ্রী এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন জাতের ঔষধি ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।