
আবুল কালাম আজাদ ; ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিরল সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ভ্যানচালক। সড়কে কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা টানা ১৭ দিন নিজের কাছে রেখে প্রকৃত মালিকের সন্ধান করেন তিনি। অবশেষে মালিককে খুঁজে বের করে নিজ হাতে বাড়িতে গিয়ে টাকা ফেরত দেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট ২০২৫) দিবাগত রাতে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়তে ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়কে টাকাগুলো হারান রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও টাকা উদ্ধার করতে না পেরে তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে যান।
অন্যদিকে, সেদিনই গারোবাজার এলাকার ভ্যানচালক আব্দুল খালেক সড়কের পাশে পড়ে থাকা টাকাগুলো কুড়িয়ে পান। তিনি বিষয়টি কাউকে না জানিয়ে প্রকৃত মালিকের সন্ধান করতে থাকেন।
প্রায় ১৭ দিন পর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিপুল অঙ্কের টাকা হারিয়েছেন। তখনই খালেক ১২ কিলোমিটার পথ হেঁটে সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে টাকাগুলো ফিরিয়ে দেন।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হন সিরাজুল ইসলাম। তিনি বলেন, “টাকাগুলো আর কখনো ফিরে পাবো বলে আশা করিনি। খালেক খুঁজে বের করে নিজ হাতে আমার বাড়িতে এসে টাকা ফিরিয়ে দিয়েছেন—আমি তার প্রতি কৃতজ্ঞ।”
ভ্যানচালক আব্দুল খালেক জানান, “প্রকৃত মালিককে টাকা ফেরত দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”
সততার নজির স্থাপন করায় ইউপি সদস্য সিরাজুল ইসলাম খালেককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা মোনায়েম বিল্লাহ বলেন, “এখনো সমাজে ভালো মানুষ আছেন বলেই এমন ঘটনা সম্ভব হয়। খালেক সত্যিই একজন মহৎ মানুষ।”










