
আবুল কালাম আজাদ : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট ২০২৫) ভোররাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহতের নাম রানা মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের বাসিন্দা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, ভোররাতে মসজিদের তালা ভাঙার শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে আসেন। পরে ডাক-চিৎকারে আরও লোকজন জড়ো হয়ে রানাকে ধরে ফেলেন। একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।
স্থানীয়রা জানান, এর আগেও ওই মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এদিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।
ওসি মুনসুর আহাম্মদ আরও জানান, নিহত রানা মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি তারাকান্দা থানায়, তিনটি ময়মনসিংহ কোতোয়ালী থানায় এবং একটি গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা হয়েছিল।










