
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘ক’ সার্কেলের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কিসমত নতুন বাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাজিব স্টোর নামীয় দোকানের সামনের রাস্তা থেকে সুরাইয়া আক্তার (২১) ও আমিনুল ইসলাম ওরফে ইমরান (২৪)কে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
অভিযানে তাদের নিকট থেকে ২৫ পাতায় মোট ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৬৭.৫ গ্রাম) এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ভিউ: ১৩৬










