সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে গোবিপ্রবিতে ইংরেজি ভাষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
Spread the love

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এবং শিক্ষকদের সহযোগিতায় গড়ে ওঠা গবেষণা সংগঠন Society for Research and Development (SRD) এর আয়োজনে  অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা “Mastering English Language”।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় অংশগ্রহণকারীরা ইংরেজি ভাষা শেখা ও চর্চার নানা দিক নিয়ে আলোচনা ও অনুশীলনের সুযোগ পান। কর্মশালার মূল বক্তা ছিলেন Md. Atikur Rahman Raju, যিনি কমিউনিকেশন স্কিলস, টেস্ট প্রিপারেশন এবং একাডেমিক রাইটিং বিষয়ে বিশেষজ্ঞ।
শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গবেষণা সংগঠন SRD সমাজ, অর্থনীতি ও পরিবেশ বিষয়ক জটিল চ্যালেঞ্জ চিহ্নিত ও বিশ্লেষণে কাজ করে যাচ্ছে।কঠোর গবেষণা ও প্রমাণভিত্তিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে SRD কাজ করে চলেছে, যাতে নীতি প্রণয়নকারীদের পাশাপাশি গবেষক ও কর্মীদের মধ্যে কার্যকর সহযোগিতা তৈরি হয় এবং উদ্ভাবনী সমাধান ও নীতিগত সুপারিশ প্রণয়ন সম্ভব হয়।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কমেন চাকমা বলেন, “এই কর্মশালার মাধ্যমে ইংরেজি ভাষায় কথা বলা ও একাডেমিক লেখার বিষয়ে নতুন ধারণা পেয়েছি। ভবিষ্যতে আমাদের পড়াশোনা এবং ক্যারিয়ারে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, SRD নিয়মিতভাবেই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কর্মশালা, প্রশিক্ষণ ও গবেষণামূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31