তৌহিদ,মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি) মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহীদ মোঃ আবু তৈয়ব মোল্লার ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় রাজাপুরের রাড়িখালী হাইস্কুল মাঠে এ আয়োজন করা হয়।
রাজাপুর ইউনিয়ন বিএনগি সভাপতি মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মাগুরা জেলা বিএনপির সিনিয়র-সহ সভাপতি রোকনুজ্জামান খান, সহ-সভাপতি মিথুন রায় চৌধুরী, সহ-সভাপতি জনাব মৈমুর আলী মৃধা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মুকুল।
সভায় বক্তারা শহীদ আবু তৈয়ব মোল্লার আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন ছাত্রসমাজের প্রিয় মুখ ও একজন সাহসী নেতৃত্বের প্রতীক। তার আত্মত্যাগ মাগুরার রাজনৈতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ গ্রহন করেন ।