মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী-সমর্থক।
ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার সংলগ্ন গার্লস স্কুলে বিকেল ৩টায় এবং ভেলুমিয়া বাজার সংলগ্ন চন্দ্রপ্রসাদ মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল ৫টায় পৃথক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভেদুরিয়া সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ও চেয়ারম্যান প্রার্থী মোঃ হাসনাইন আহমেদ, আর ভেলুমিয়া সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাস্টার ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
সম্মেলনে বক্তারা বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা দাবি করেন, জামায়াত সরকার গঠন করতে পারলে ষাটোর্ধ্ব সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে, যাকাতের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা হবে এবং ভোলার গ্যাসসম্পদকে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে তোলা হবে।
বক্তারা আরও জানান, নদীভাঙন রোধে আন্তর্জাতিক মানের প্রকৌশলীদের সহযোগিতায় স্থায়ী সমাধান করা হবে এবং ভোলায় আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।