সাগর আহমেদ জজ,,
পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পানিশা গ্রামের দুই শতাধিক মানুষ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পানিশা বাজারে হোগলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. হাবিবুর রহমান বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ড, মামলা-বাজি ও দীর্ঘদিন ধরে গ্রামবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে গ্রামবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলায়েত সরকার, নাজমা আক্তার, আব্দুল গনি তালুকদার, মো. বাবুল শেখ ও উমেদ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, হাবিবুর রহমান নিজেকে ক্ষমতাবান প্রমাণ করার জন্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানিশা গ্রামের নিরীহ, সহজ-সরল মানুষদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আসছে। যার ফলে গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। তারা অভিযোগ করেন সমাজ, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি অবনতির দিকে যাবে।
মানববন্ধনে গ্রামবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের দাবি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মো. হাবিবুর রহমান বলেন, যারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা আওয়ামী লীগের পেতাত্মা। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন