
মোঃ আসিফুজ্জামান আসিফ; আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেলে আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি অপশক্তি বিভ্রান্তিমূলক তথ্য ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং সব ষড়যন্ত্র মোকাবিলা করে মানুষের কাছে গিয়ে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে।”
স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










