তৌহিদ, মাগুরা: মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে “খাদ্যবান্ধব কর্মসূচি”র আওতায় ২২ জন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে এ লটারির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। লটারিতে উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১৭১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে ৫ জনকে প্রাথমিকভাবে বাতিল করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ উপজেলা খাদ্য পরিদর্শক অপূর্ব সরকার, মাগুরা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহানসহ ডিলার নিয়োগ কমিটির কর্মকর্তাবৃন্দ। উন্মুক্ত লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ২২ জনকে “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। উপজেলা কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান বলেন,আমরা লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দিয়েছি তারপরও নিয়োগ প্রাপ্ত ডিলারদের যাবতীয় কাগজপত্র আবারো যাচাই-বাছাই এর পর চুরান্ত তালিকা প্রকাশ করা হবে।