
আবুল কালাম আজাদ :ময়মনসিংহের ফুলপুর থানায় অপহৃত এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করে প্রধান আসামীকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪।জানা যায়, ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে মোঃ সাগর মিয়া (২০) ও আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক ধরে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিমের পরিবার খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে ফুলপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার নং ১৬, তারিখ ২১/০৮/২০২৫, ধারায় ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। মামলার ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালায়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ রাত ১:৩০ ঘটিকায় তারাকান্দা থানার গোয়াতলা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং প্রধান আসামী মোঃ সাগর মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।










