
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ কালিতলা চৌরাস্তা এলাকায় একটি দোকানে তালা ভেঙে লাখ টাকার চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় চোরেরা দোকানের তালা ভেঙে নগদ ৩,৩৪,০০০ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী দোকান মালিক ছমির উদ্দিন জানান, প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সকালে দোকানে এসে তিনি দেখেন দোকানের প্রধান দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে তিনি হতবাক হয়ে যান। দোকানের ড্রয়ার ভেঙে নগদ ৩,৩৪,০০০ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।দোকানে থাকা সিসিটিভি ফুটেজে চুরির পুরো ঘটনাটি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, হিজাব ও গামছা দিয়ে মুখ ঢাকা তিনজন ব্যক্তি রাতের আঁধারে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৩০ মিনিটের মতো দোকানে অবস্থান করে এবং এরপর নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, এই চুরির পেছনে এলাকারই কিছু লোক জড়িত থাকতে পারে, কারণ চোরেরা দোকানের ভেতরের সবকিছু খুব ভালোভাবে চিনত।চুরির ঘটনার পরদিন সকালে জোড়াদহ ঈদগাহ মাঠ থেকে ছমির উদ্দিনের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যাংকের চেক পাওয়া যায়। এতে সন্দেহ আরও জোরালো হয়েছে যে, চোরেরা হয়ত শুধু নগদ টাকা নিতে চেয়েছিল, আর বাকি অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে গেছে।ঘটনার পরপরই ছমির উদ্দিন হরিণাকুন্ডু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর হরিণাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চুরির তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনাটি এলাকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই ধরনের চুরির ঘটনা এর আগেও ঘটেছে এবং তারা প্রশাসনের কাছে এর দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।










