
এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বুধবার (২০ আগষ্ট) দুপুর ৩ টায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের কেবি একাডেমী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন,কৃষক হাকিম আলী।
হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ঝিনাইদহের ষষ্টি চন্দ্র রায়। আরো উপস্থিত ছিলেন সফল কৃষক কৃষাণীবৃন্দ।
এসময়ে প্রধান অতিথির বক্তব্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস বলেন, দুর্যোগেরপুর্ণ আবহাওয়ার মধ্যেও মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। একটি ওয়ার্ক শপের মাধ্যমে আগামী বছরের কর্মসূচীর সমৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে উপজেলাতে কৃষকদের কল্যাণ বয়ে নিয়ে আসলেই ফিরে পাবে এর সুফলতা। উপজেলার কৃষক সমিতি গঠনের উপরে তিনি ব্যাপক গুরুত্বারোপ করেন।যশোর অঞ্চল কৃষির আইকন বলা হয়ে থাকে। চাকরির পিছনে না ঘুরে উদ্দ্যোগতা হওয়ার আহব্বান জানান। তাছাড়াও কৃষি সমিতির মাধ্যমে নানা ধরনের সমস্যার সমাধান খুব সহজেই কৃষক পাবে বলেও জানান এই শীর্ষ কর্মকর্তা।










