ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ৩ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য র্যালি তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল আলম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুলায়মান হাসান রুবেল,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, ,উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন ঠাকুর,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ রব্বানী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এম এ আওয়াল সহ প্রমুখ। র্যালিটি মডেল মোড় থেকে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম শেখের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল আলম খান সহ উপজেলা বিএনপি ও উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন