শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে “পড় তোমার প্রভুর নামে”।এই মহৎ আহ্বানকে ধারণ করে দৈনিক ইনতিজার পত্রিকার আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে কালিহাতী উপজেলার সোলাকুড়ায় রিয়াজুল জান্নাহ ইসলামিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, পীরে কামেল, খতিবুস সুন্নাহ্ আল্লামা মুফতি আব্দুর রহমান মাদানী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক ডা. কামাল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, কালিহাতী প্রেসক্লাবের সাবেক একাধিকবার নির্বাচিত সভাপতি ও সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পত্রিকার সহ-সম্পাদক সাংবাদিক সৈয়দ মহসীন হাবিব সবুজ এবং আইন বিষয়ক সম্পাদক এম.এ রশিদ। অনুষ্ঠানটি আয়োজন করেন নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী সোহান।
স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলার বাগুটিয়া এলাকার আয়ান এডুকেশন একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু বকর সিদ্দিকী প্রমুখ।
শেষাংশে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি পুরো আয়োজনকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে।