
এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ বাংলাদেশের গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন লালন ভূমি থিয়েটারে নাট্যচার্য সেলিম আল দীন এর ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
লালন ভূমি থিয়েটারের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন নয়নের সঞ্চালনায় সোমবার (১৮ আগষ্ট) রাত ৯ ঘটিকায় ঝিনাইদহের মরমী কবি লালন শাহ, বিপ্লবী বাঘ যতিনের জনপদ হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের লালন ভূমি থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে উদযাপিত হয়। ৭৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে, সেলিম আল দীন এর জীবনী ও বাংলা নাট্যতত্ত্বে তার অবদান সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা শেষে লালন ভূমি থিয়েটারের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানের আবহমানকাল আরও প্রাণবন্ত করে তোলে। শুধু তাই নয় সেলিম আল দীন এর নাট্যকর্ম এবং তার সৃষ্টিশীলতা বাংলা নাটকের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে, যা এই অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয়েছে।










