
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদু মাজু এলাকার মাঠপাড়ায় দীর্ঘ ২০ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন অসহায় আবেদা খাতুন (৩৭) । আজ তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। রক্তশূন্যতা, জোড়ায় নার ইনফেকশন, আছসার ঘা সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন অনেকদিন ধরে। চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা প্রতিদিন অবনতির দিকে যাচ্ছে। এক সময় ভ্যান চালিয়ে সংসারের চাকা ঘুরাতেন তার স্বামী মো. মোজাম্মেল হক। কিন্তু দুঃখজনকভাবে গত এক মাস আগে তার একমাত্র ভ্যানটি চুরি হয়ে যায়। এরপর থেকেই তাদের সংসার একেবারে ভেঙে পড়ে। দুই ছেলে—একজনের বয়স মাত্র ১৪, অন্যজনের বয়স ১০ বছর। এখন দু’মুঠো খাবারের জন্যও হাহাকার তাদের ঘরে। মাসে দুই হাজার টাকা ভাড়া দিয়ে ভাড়া বাসায় বসবাস করলেও চিকিৎসা আর সংসারের দায় সামলাতে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছেন মোজাম্মেল হক।স্ত্রীকে একা ফেলে বাইরে গিয়ে রোজগার করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। অসুস্থ স্ত্রীর বিছানার পাশে বসেই তিনি প্রতিদিন মৃত্যুর ছায়ার সাথে লড়ছেন। পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।এ অবস্থায় আবেদা খাতুনকে বাঁচাতে সমাজের দয়ালু, মানবিক ও হৃদয়বান মানুষের সহযোগিতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সামান্য সহায়তাও তার চিকিৎসা ও একটি পরিবারকে বাঁচাতে বিরাট অবদান রাখতে পারে। মানবিক আহ্বান: একজন অসহায় নারী মৃত্যুর দ্বারপ্রান্তে। একটি পরিবার চরম সংকটে। আসুন, আমরা সবাই এগিয়ে আসি। আপনার ছোট্ট সহায়তাই হতে পারে আবেদা খাতুনের জীবনের জন্য শেষ আশার আলো।










