আল আমিন, জয়পুরহাট সোমবার, ১৮ আগস্ট ২০২৫ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত সদস্য আতাউল ইসলামকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চৌমুহনী বাজার মোড়ে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন—লাঞ্ছিত ইউপি সদস্য আতাউল ইসলাম, স্থানীয় বাসিন্দা মাসুদ রানা ও নাঈমুর রহমান, ইউপি সদস্যপুত্র ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান, গৃহবধূ আনজুয়ারা এবং তাসলিমা বেগম। বক্তারা ইউপি সদস্যকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত ৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চৌমুহনী বাজারের বাবুর চায়ের দোকানে অবস্থানকালে স্থানীয় বাবলি গং অতর্কিতভাবে আতাউল ইসলাম মেম্বারকে মারধর ও লাঞ্ছিত করে।