কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ১৮ আগস্ট ২০২৫ইং দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযানে যায়। অভিযানকালে উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
মিডিয়া কর্মকর্তা আরো জানান,জব্দকৃত ইয়াবা, ইজি বাইক ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে