
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা এনামুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মুক্তার হোসেন মন্ডল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আজাদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শামীম হোসেনসহ বিভিন্ন জেলা ও উপজেলার ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি মারুফ হোসেন, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রধান, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ্য শ্যামল মাহাতো, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বনী আমিন তুরাগ, প্রচার সম্পাদক ইব্রাহিম হোসেন জীবন এবং কার্যকরী সদস্য এনামুল হক, সাহারুল ইসলাম, শ্রী সুভাষ মালো প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রয়াত ডেকোরেটর মালিক ও কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।










