
মোঃ শফিউল আলম বকুলঃ আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের উদ্যোগে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিন। তিনি বিভিন্ন ইউনিয়নের কমিটির নাম ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হুমায়ুন কবীর শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শফিউল আলম বকুল। এছাড়া ডাউকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম, জেহালা ইউনিয়ন সেক্রেটারি তৌহিদুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশটি পরিচালনা করেন উপজেলা প্রচার বিভাগের সেক্রেটারি ছাদ্দাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির শান্ত বলেন, যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, “পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদেরও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।”










