আবুল কালাম আজাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান (উচ্চতর) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো নবনির্মিত টিএসটি ভবনে রবিবার ১৭ আগস্ট ২০২৫ সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা মেধার স্বাক্ষর রেখে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। সেই মেধাকে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং সকল দিক থেকে যোগ্য হয়ে উঠতে হবে। প্রথম থেকেই অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমই সৌভাগ্যের সূত্র।”
প্রধান অতিথি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষার্থীদের পরামর্শ দেন, “শুধু সনদ বা জিপিএয়ের জন্য নয়, জ্ঞান অর্জনের উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করতে হবে। দেশের সংকটময় সময়ে শিক্ষার্থরাই এগিয়ে আসে, আপনাদেরও দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে গড়ে উঠতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) এবং প্রক্টর। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন আইন ও বিচার বিভাগের হুমায়রা মিজান ইপ্সিতা এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধ্যার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফোল্ডার, নোটবুক, কলম ও একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়।
নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকবৃন্দ আশাবাদ প্রকাশ করেছেন।