
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ কার্যক্রমকে ঘিরে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি কাজী আখতার উল আলম। তিনি নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যোগ্য প্রার্থী বাছাই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিয়োগ বোর্ডের সদস্য এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন










