
মোঃ আবু সুফিয়ান মুক্তার : শোকাবহ পরিবেশে পারিবারিক কবরস্থানে দাফন!
জয়পুরহাট সদর উপজেলার হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসা পাড়া নিবাসী, পাগল দেওয়ান ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক, জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমানের পিতা মাওলানা নূরুল হক আর নেই। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও জামায়াতে ইসলামী পরিবার গভীরভাবে শোকাহত।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টা ৪৫ মিনিটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা মরহুমের ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
জানাযার পূর্ববক্তৃতায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,মাওলানা নূরুল হক একজন সৎ, নিরহংকারী, নীতিবান ও সমাজের প্রকৃত আলোকবর্তিকা ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিভাবককে হারালাম।
এছাড়াও বক্তব্য রাখেন—
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,সহকারী সেক্রেটারী মোঃ হাসিবুল আলম লিটন,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও
জয়পুরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস.এম. রাসেদুল আলম সবুজ,হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম,কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, পাগল দেওয়ান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়ুব আলী,বানিয়া পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, তালিমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুল্লাহ,সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান,পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আসাদুজ্জামান আসাদ,এডভোকেট আলমগীর কবির সহ আরও বহু রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের সুযোগ্য সন্তান, জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা নূরুল হক ছিলেন একজন ধর্মপ্রাণ, নীতিবান ও নিরহংকারী আলেম। ইসলামী শিক্ষার প্রসারে তিনি আমৃত্যু নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। বহু শিক্ষার্থী তাঁর হাতে গড়ে উঠেছে, যাঁরা আজ সমাজে বিভিন্ন পর্যায়ে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন।
মরহুমের ইন্তেকালে জয়পুরহাটের ইসলামি অঙ্গন হারালো একজন গুণী, আলোকিত ব্যক্তিত্বকে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন।










