আলমডাঙ্গা থানাধীন আসমানখালী পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটি সহ অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি ক্যাম্প এলাকায় নিয়মিত পুলিশি টহল, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি, আইনানুগ সেবা প্রত্যাশীদের দ্রুত ও কার্যকর জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি ক্যাম্প এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক ও চোরাকারবারি দমন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আত্মহত্যা প্রবণতা হ্রাসে স্থানীয় জনসাধারণকে সচেতন করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে তাদের সহযোগিতা কামনা করেন।