
আবুল কালাম আজাদ,ময়মনসিংহ : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের ত্রিশালের গণমাধ্যমকর্মীরা। রবিবার (১০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা প্রেসক্লাব ও ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েল এবং সঞ্চালনা করেন নিউজ ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান জীবন। মানববন্ধনে বক্তব্য রাখেন—ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, রঙধনু টিভির সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনপিএস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান কিরণ আকন্দ, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরাজি, জাগ্রত টিভির চেয়ারম্যান সোহেল রানা, ময়মনসিংহ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান রাব্বানী, কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাবেক সভাপতি শরীফ সাবের মনির, মৈত্রী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ জামান, আইবিএম টিভির নিউজ এডিটর জান্নাতুল ফারুকি, বিএমএফ টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও দেশে তাদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। দুর্নীতি, চাঁদাবাজি বা অনিয়মের সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের হামলা, মামলা, হুমকি এমনকি হত্যার শিকার হতে হয়। তুহিন হত্যাকাণ্ডের মতো ঘটনাই প্রমাণ করে—সাংবাদিকদের নিরাপত্তায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। বক্তারা দ্রুত তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।










