
জাহিদ এইচ মোল্লা, ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চণ্ডীবরদী গ্রামের একমাত্র ফুটবল মাঠটি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ১৮ বছর ধরে স্থানীয় ও আশপাশের গ্রামের শিশু-কিশোর ও তরুণরা মাঠটি খেলাধুলার জন্য ব্যবহার করে আসছেন। সম্প্রতি কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাঠের মাঝ বরাবর বেড়া দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগে বলা হয়, গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক পৌর কমিশনার ও আ.লীগ নেতা মো. বাকি সরদার, তার ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির সরদার, বোন নিলুফা ইয়াসমিন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সরদার এ ঘটনায় জড়িত।
স্থানীয়রা জানান, মাঠটি দখল হলে তরুণরা বিপথে যাবে। তারা মাঠ দখলমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর আবেদন করেছেন এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ আছে। কাগজপত্র যাচাই সাপেক্ষে সমাধান করা হবে। ইউএনও মো. আনিছুর রহমান বালী জানান, সরকারি স্বার্থ থাকলে মাঠ দখলমুক্ত করে তরুণদের জন্য উন্মুক্ত রাখা হবে।










