
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকারের সুরক্ষার লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। রবিবার সদর উপজেলার ভেলুমিয়া, উত্তর দিঘলদী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন বাজারে তিনি লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় অংশ নেন।কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দোকানদার, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির সংস্কারমুখী রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।পথসভায় হায়দার আলী লেলিন বলেন— “নাগরিক অধিকার, আইনের শাসন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য ৩১ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, নির্বাহী সদস্য আবু নোমান মো. সফিউল্লাহ, ভোলা সদর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ মাতাব্বার, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পাভেজ সাইফ, মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তারেক, নিউ মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










