
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুরা বাজিতপুর গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা রমজেত আলী (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি মরহুম রহিম বক্সের পুত্র এবং দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
গতকাল শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ রবিবার সকাল ১১টায় তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসকাতুল ইসলাম রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করেন। দাফন কাজে সহযোগিতা করেন মিরপুর থানা পুলিশের একটি টিম, নেতৃত্বে ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) জাকিয়া।
দাফন ও জানাজা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন তার সহযোদ্ধারা, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পারিবারিক আত্মীয়-স্বজন ও এলাকার অসংখ্য মানুষ এক নজর প্রিয় মুক্তিযোদ্ধাকে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নের মাধ্যমে জাতির পক্ষ থেকে এই বীর সন্তানের প্রতি চূড়ান্ত শ্রদ্ধা
জানানো হয়।










