
পরিবারের খোঁজখবর নিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ| চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া কুঠিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলন হোসেন (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মিলনের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পারিবারিক সূত্রে জানা গেছে, বড়বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের আকুব্বারের ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার দিবাগত রাতে শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত। হামলার সময় মিলন হোসেন নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন। পাশের রুম থেকে শব্দ পেয়ে তিনি চোর সন্দেহে বের হলে পিছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে জাপটে ধরে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মিলনের গুমরে ওঠা শব্দ শুনে তার বাবা শফিকুল ইসলাম ঘুম থেকে উঠে দেখেন মিলন রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মিলনকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে মিলনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত মিলন হোসেন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে মিলনের পিতা শফিকুল ইসলাম বলেন, “যে রুমে দুর্বৃত্তরা ঢুকেছিল সেই রুমেই আমাদের জমির দলিলপত্র ছিল, সেগুলো নেয়ার জন্যই আমার ছেলের ওপর এই হামলা চালানো হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন।এদিকে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা বারোটার দিকে আহত মিলনের পরিবারের খোঁজখবর নিতে বড়বোয়ালিয়া গ্রামে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি মিলনের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।










