
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামে ট্যাপেনটাডল নামক মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ হোসেন (৩৩) কে গ্রেফতার করে। তিনি গড়চাপড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।অভিযানকালে সোহাগ হোসেনের কাছ থেকে ১৫ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গড়চাপড়া এলাকার তোফাজ্জেল হকের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম। অভিযানে সহায়তা করেন এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর এবং মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা।ওসি মাসুদুর রহমান পিপিএম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেফতার করেছি। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। আলমডাঙ্গাকে মাদকমুক্ত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃত সোহাগ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।










