
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে একত্রিত হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকরা। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণআন্দোলনে।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন তারা। কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দও।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কোনো একক আয়োজনে নয়, বরং সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে দিনভর চলে এই প্রতিবাদ। বিক্ষোভে একে একে যোগ দেন বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত নানা সমস্যার মুখে পড়ছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও এখনও একনেকে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুমোদন দেওয়া হয়নি। তারা দ্রুত ডিপিপি অনুমোদনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করার আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধের মতো বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
সড়ক অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যানবাহন আটকে পড়ে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।










