
তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে অযোগ্য ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় শ্যামারচর দাখিল মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “আমরা বিগত ১৩ বছর ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে আসছি। ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েও দলের পাশে থেকেছি। অথচ সদ্য ঘোষিত কমিটিতে আমাদের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের উপেক্ষা করে টাকা ও প্রভাবের মাধ্যমে আওয়ামী ঘরানার লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তারা আরও অভিযোগ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বিতর্কিত ব্যক্তি জালাল উদ্দিনকে আর্থিক লেনদেনের মাধ্যমে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া, একজন কর্মী সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকির অডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিলের জোর দাবি জানান এবং দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় বক্তব্য রাখেন—
বিএনপি নেতা মাসুদ আল কাউসার,
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান,
সাবেক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ গফুর নূর,
সাবেক সাধারণ সম্পাদক (১নং ওয়ার্ড) মোঃ আলিনুর,
সাবেক উপজেলা সদস্য মোঃ ইউনুস মিয়া, মোঃ মতিউর রহমান ও খসরু চৌধুরী,
১নং ওয়ার্ড সদস্য সুনামিয়া,
একই ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শান্ত মিয়া,
২নং ওয়ার্ডের সাবেক সভাপতি রুপ মিয়া,
এবং সাবেক উপজেলা সদস্য রজব আলী প্রমুখ।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










