
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে। জমির মালিকপক্ষের দাবি, তাদের জমিতে অনধিকার প্রবেশ করে রাতের আঁধারে শত শত গাছ কেটে লড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় জমির মালিকপক্ষ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন এবং এম এম আদনান হোসেন দীর্ঘদিন ধরে ভালুকার কালতামারী মৌজায় ৩৪টি দলিলের মাধ্যমে ২১ একর ২৯ শতাংশ জমি ভোগদখল করে আসছেন।
গত ২৭ জুলাই রাতে আরবাব গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মোঃ আবু সাঈদ ফকির সুহিন জমি পরিদর্শনে গেলে দেখতে পান, ১০-১২ জন ব্যক্তি ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটছেন। তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে শ্বাসরোধ ও মারধর করে একটি ঘরে আটকে রাখে। পরে প্রায় ৪০০টি গাছ লড়িতে করে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আরবাব গ্রুপের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা পূর্বে জমির একাংশ বিক্রি করলেও এখন নানা অজুহাতে হয়রানি করছে এবং জোরপূর্বক গাছ কেটে নিচ্ছে। উক্ত জমি সংক্রান্ত পূর্ব বিরোধ এবং একটি মামলা ইতোমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে অভিযুক্তরা পাল্টা দাবি করে জানান, তারা আরবাব গ্রুপকে মাত্র ৬ একর জমি বিক্রি করেছেন এবং গাছগুলো তাদের নিজস্ব জমি থেকেই কাটা হয়েছে। বরং আরবাব গ্রুপই তাদের জমি দখলের চেষ্টা করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”