
জামাল উদ্দীন : কক্সবাজার উখিয়ায় ২ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার বিডি-২০ হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে (জিআর নং- ২১৭৪১৩ মানচিত্র ৮৪/৪ সি) বিওপি হতে আনুমানিক ৩ কিঃ মিঃ দক্ষিণ দিকে পালংখালী (গোয়াল মারা) নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ০৭৫০ ঘটিকায় পালংখালী (গোয়াল মারা) রাস্তা হতে বালুখালী মেইন রোডের দিকে একটি সিএনজি আসতে দেখে কর্তব্যরত বিজিবি সদস্যে‘র পূর্ব নির্ধারিত সোর্সের বর্ণানার আলোকে সন্দেহ হওয়ায় সিএনজির দিকে বিজিবি টহলদল অগ্রসর হলে সিএনজি চালক বিজিবির টহলদলকে দেখে সিএনজি রেখে চালক দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত সিএনজিটি তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে ০২ কাট সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে, উক্ত সিএনজিটি আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়রী করতঃ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজি আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।










